বলিউড সুপারস্টার শাহরুখ এবং গৌরী খানের কন্যা সুহানা, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের একবার বর্ণবাদ নিয়ে সরব হল। সুহানা জানিয়েছেন ত্বকের রঙের জন্য তাঁকে কতটা সামাজিক ভাবে দূরে ঠেলে দেওয়া হয়েছে, একই সাথে এই বর্ণ বৈষম্যের নির্মূলকরণের কথাও জানিয়েছে সুহানা।


সুহানা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছে যে 12 বছর বয়স থেকেই তার ত্বকের রঙের কারণে তাকে কীভাবে কুশ্রী বলা হয়েছে। কেউ কখনো কালি বিল্লি বলে উপহাস করেছে তো কেউ বা কালি চুড়েল বলেও। 

সুহানা আরও লিখেছে, “এই মুহূর্তে অনেক কিছু চলছে এবং এটি আমাদের সমাধান করা দরকার। এটি কেবল আমার সম্পর্কে নয়, এটি প্রতিটি যুবতী মেয়ে বা ছেলে সম্পর্কে, যারা এরকম পরিস্থিতির ভুক্তভোগী। "

সুহানা জানিয়েছে - "আমরা সকলেই ভারতীয়, যা স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে বাদামি বর্ণের করে তোলে।" সাথে সুহানা জানায় আমাদের সমাজ ফর্সা গায়ের রঙ্গ আর ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতা না হলে তাঁকে সুন্দরী বলে না । কিন্তু ব্রাউন কালার আর ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতা নিয়ে যে সুহানা অত্যন্ত গর্বিত সেকথাও দৃরতার সাথে বলে এবং বর্ণ বৈষম্যের ডাক দেয়।