কয়েক দফা দাবি নিয়ে ভিসির কাছে স্মারকলিপি প্রদান করল এস এফ আই।
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান
করোনা সংক্রমনের মধ্যে বেশকিছু পরীক্ষার বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর-এর কাছে স্মারকলিপি প্রদানের পাশাপাশি পদযাত্রা করল এস এফ আই পূর্ব বর্ধমান জেলা কমিটি।
এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন, এই প্যানডেমিক এর মধ্যে কেন্দ্র সরকার ও ইউ ই সি জানিয়েছে এই সময় ইউজিসি এবং পিজির পরীক্ষা গ্রহণ করবে। আমার বলেছি যে বিকল্প মূল্যায়ন করা হোক কিন্তু কেন্দ্র সরকার তা করেনি ,বরং এই সময়ের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা গ্রহণ করছে কেন্দ্র সরকার ও ইউজিসি।
এর বিরুদ্ধে আমাদের কিছু দাবি আছে তা হল এই প্যানডেমিক সিচুয়েশনের মধ্যে লকডাউন চলছে। লকডাউন চলাকালীন ছাত্র-ছাত্রীরা পরিবহন সমস্যার মধ্যে পড়ছে। এই সময়ের মধ্যে কেন্দ্র সরকার রাজ্য সরকার ও ইউ ই সি সমস্ত পরীক্ষকদের পরিবহন সমস্যা সমাধান করতে হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুরক্ষা দিতে হবে। ছাত্র-ছাত্রীদের সুরক্ষা কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবীমা সুরক্ষায় আওতায় আনতে হবে ।একইসঙ্গে যে সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলোতে পরীক্ষা হবে সেই পরীক্ষা কেন্দ্রগুলো সুরক্ষিত করে পরীক্ষা গ্রহণ করতে হবে।
পাশাপাশি এই সময়ের মধ্যে সমস্ত সিলেবাস শেষ করতে পারেনি বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দাবি বর্তমান সময়ের মধ্যে সিলেবাসের যতটুকু অংশ করানো হয়েছে তার মধ্যে পরীক্ষা গ্রহণ করতে হবে বলে জানান এস এফ আই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊