Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাঙ্গন দুর্গতদের ত্রাণ বিতরণ করলো 'সময়ের বাতিঘর’



ভাঙ্গন দুর্গতদের ত্রাণ বিতরণ করলো 'সময়ের বাতিঘর’ 



'সময়ের বাতিঘর’ জলঙ্গী ব্লক প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেনের অনুপ্রেরণায় জলঙ্গী ব্লক কমিটির উদ্যোগে সামসেরগঞ্জের ভাঙ্গন দুর্গতদের ত্রাণ বিতরণ করা হলো আলিনস্ককরপুর হাই স্কুল থেকে। সময়ের বাতিঘর'এর প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মহাশয় জানান প্রায় এক শত সত্তর জন অসহায় পরিবারকে শুকনো খাবার চিঁড়ে, মুড়ি,চিনি,ময়দা,নারকেল তেল,ডেটল সাবান,বাচ্চাদের জন্য বিস্কুট, চানাচুর, বিতরণ করেন।



তিনি এই মহতী উদ্যোগকে সফল করার জন্য সময়ের বাতিঘরের শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ভালবাসা জানান। এছাড়াও আর্থিক ভাবে সাহায্য করার জন্য হোপ ফর হিউম্যানিটি গ্রুপের আব্দুল আজিম মোল্লাহ সাহেবকে সময়ের বাতিঘরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান সময়ের বাতিঘর এর সকল সদস্য এবং দাতাদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code