বিদ্যাসাগরের জন্মদিনে সবুজায়নের বার্তা জটেশ্বর বালিকা উঃ মাঃ বিদ্যালয়ের




ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উৎযাপন হল জটেশ্বর বালিকা উঃ মাঃ বিদ্যালয়ে।শনিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি তাঁর জীবনাদর্শ নিয়ে আলোচনা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। 



ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যালয় পরিসরে চারাগাছ বপন করে সবুজায়নের বার্তা দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।এদিন বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সোমা দে সহ অন্যান্য সকল শিক্ষকা ও শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন।



করোনার প্রকোপের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় এদিন কোন শিক্ষার্থী উপস্থিত থাকতে পারেনি বলে জানা যায়।করোনা বিধি মেনেই সকল কর্মসূচি পালন করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা দে।