Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশেষ শিক্ষক নিয়োগের দাবিতে ডিএম অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি

বিশেষ শিক্ষক নিয়োগের দাবিতে ডিএম অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি 


SANGBAD EKALAVYA:

রাজ্যে বিশেষ শিক্ষক নিয়োগের দাবিতে বুধবার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে পশ্চিম মেদিনীপুর জেলার বিশেষ শিক্ষকমন্ডলী। প্রতিটি সাধারণ বিদ্যালয়ে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবিতে ডিএম অফিস ঘেরাও করে ডেপুটেশন দেওয়া হয়। 



সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। রাজ্যে বহুদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ। বিশেষ শিশুদের শিক্ষায় স্বাবলম্বী করতে অবিলম্বে বিশেষ শিক্ষক নিয়োগ প্রয়োজন।


সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবিগুলি ছিলঃ

১) RTE - , RPWD Act - , RMSA সমগ্র শিক্ষার মাধ্যমে বিশেষ শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ভাবে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে। 

২) অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার এ রাজ্যে সমস্ত স্কুলগুলিতে বিশেষ শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ভাবে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে। 

৩)স্থায়ীভাবে প্রতিটি  সাধারণ বিদ্যালয়ে অন্তত ২ জন করে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে। 

৪) মাস-এডুকেশন সুবিধাভুক্ত স্পেশাল স্কুলগুলিতে যথাযথ বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে। 

৫) বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর করতে হবে। 

৬) RCI এর নীতি প্রণয়ন করতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code