![]() |
file picture |
পুলিশ দিবস পালনের দিন বদল রাজ্যের
আজ ১লা সেপ্টেম্বর। রাজ্য পুলিশের নানাবিধ প্রশংসনীয় অবদানের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর পয়লা সেপ্টেম্বর দিনটিকে 'পুলিশ দিবস' হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধদমনের পাশাপাশি সমাজ সেবা মূলক কর্ম করে নজর কেড়েছে জন সাধারনের। এছাড়াও, করোনার সংকট কালীন সময়েও শক্ত হাতে নিজেদের নিয়োজিত করেই চলেছেন পুলিশ। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ৩১শে আগস্ট প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে ১লা সেপ্টেম্বরের পরিবর্তে ৮ই সেপ্টেম্বর দিনটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
৩১শে আগস্ট সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করে দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি বিজড়িত দিন গুলো ভারতীয়দের হাতে তুলে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকস্তব্ধ গোটা দেশ। ভারত সরকার সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এদিকে, প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে মঙ্গলবার সমস্ত সরকারি ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊