Latest News

6/recent/ticker-posts

Ad Code

বন্ধ ঘর থেকে দিনহাটা কলেজের এক অধ্যাপকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বন্ধ ঘর থেকে দিনহাটা কলেজের এক অধ্যাপকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য 

Amitabha Dutta


দিনহাটা শহরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা কলেজের এক অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যুতে। বুধবার রাতে দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে বন্ধ ঘর থেকে উদ্ধার হয় ওই অধ্যাপকের মৃতদেহ। অধ্যাপকের নাম অমিতাভ দত্ত। বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


জানা গিয়েছে, বুধবার দিনহাটা কলেজে তাঁর ডিউটি থাকলেও তিনি কলেজে হাজির হননি। সহকর্মী ও পরিবারের লোকজন বারবার ফোন করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এতে সন্দেহ দানা বাঁধে। এরপর পরিবারের পক্ষ থেকে দিনহাটা থানায় খবর দেওয়া হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় পুলিশ দমকল বিভাগে খবর দেয়। দমকল কর্মীরা এসে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলে অধ্যাপকের নিথর দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।


প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই অধ্যাপকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘরের ভিতরে কেউ ছিলেন কি না, বা মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে, ঠিক কতক্ষণ আগে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। বন্ধ ঘরের ভিতরে দেহ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগামীকাল মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code