SLST-র দাগি শিক্ষক এবং অশিক্ষকদের বিস্তারিত তালিকা দিল SSC
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST)-এর “দাগি” (tainted) অশিক্ষক ও শিক্ষক প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। এটি কমিশনের ওয়েবসাইটে বুধবার রাতে প্রকাশিত হয়েছে, যেখানে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, অসঙ্গতি বা ভুল পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হিসেবে চিহ্নিত প্রার্থীদের বিস্তারিত তথ্য দেখানো হয়েছে।
এসএসসি-এর দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, বিভাগ অনুযায়ী এই তালিকায় ১৮০৬ জন “দাগি” শিক্ষক এবং ৩৫১২ জন অশিক্ষক কর্মী-কে চিহ্নিত করেছে কমিশন। তাদের মধ্যে অনেকেই ২০১৬ সালের সময় প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছিলেন, আবার কেউ কেউ ওএমআর শিটে নম্বর সমস্যার কারণে সংশয়যুক্ত বলে চিহ্নিত হয়েছেন।
বুধবার এসএসসি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দাগি চাকরিপ্রার্থীদের কেউ কঠোর নজরদারির পরেও ২০২৫ সালে এসএলএসটি নিয়োগের দ্বিতীয় প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করে থাকেন এবং তাঁকে চিহ্নিত করা যায়, সেই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া থেকে সরানো হবে। এরপর দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কমিশন।
এদিন প্রকাশিত তালিকায় চাকরিপ্রার্থীর নাম, রোল নম্বর, তিনি কোন পদে চাকরি করতেন, বাবার নাম এবং পরিশেষে 'দাগি' হওয়ার কারণও উল্লেখ করেছেন। দেখা গেছে, কেউ কেউ প্যানেলের বাইরে থেকেও চাকরি করেছেন। কারও ওএমআর শিটের নম্বর সংক্রান্ত জটিলতা রয়েছে। কেউ আবার তালিকার নীচের দিকে থাকা সত্ত্বেও উপরে জায়গা পেয়েছিলেন। মূলত এই তিনটি কারণ দেখা গিয়েছে।
Notice dated 28.01.26 on the lists of tainted teaching and non teaching candidates of 1st SLST, 2016 (AT) and 3rd RLST, 2016 (NT) respectively re-published with details about type of taint.
Click here to view the Notice.

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊