Latest News

6/recent/ticker-posts

Ad Code

গত ৫০ বছরে তাঁর জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস-প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ সোনিয়ার



গত ৫০ বছরে তাঁর জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস-প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ সোনিয়ার 



পৃথিবীর মায়া ত্যাগ করে সোমবার না ফেরার দেশে চলে গেছেন প্রাক্তন প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক স্তব্ধ গোটা ভারতের জনগণ। ভারত সরকার ইতিমধ্যে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন। পাশাপাশি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন। বাংলাদেশে আগামীকাল বুধবার প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রপতি থেকে উপ রাষ্ট্রপতি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে অধীর চৌধুরী, সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মন মোহন সিং তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কাছে পাঠানো শোকবার্তায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী লিখেছেন, পাঁচ দশকের বেশি সময় ধরে প্রণবদা জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য এবং উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা, জ্ঞানগর্ভ পরামর্শ এবং বিবিধ বিষয়ে গভীর বোধের অনুপস্থিতিতে আমরা কী ভাবে পথ চলব, সে কথা চিন্তা করাও কঠিন। যে পদেই থাকুন, তাকে অন্য মাত্রা এনে দিতেন প্রণবদা। দলমতনির্বিশেষে সকল সহকর্মীর সঙ্গে তাঁর হৃদ্যতা ছিল। অপার নিষ্ঠার সঙ্গে তিনি দেশের সেবা করে গিয়েছেন। গত ৫০ বছরে তাঁর জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। কেন্দ্রীয় মন্ত্রী থাকুন বা দেশের রাষ্ট্রপতি— ঘটনাপ্রবাহে অংশগ্রহণ বা তাকে রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ভাবে আমার অনেক উষ্ণ স্মৃতি রয়েছে তাঁর সঙ্গে কাজ করার। তাঁর কাছ থেকে কত কী শিখেছি। কংগ্রেস দল তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত এবং সর্বদা তাঁর স্মৃতির প্রতি সশ্রদ্ধ থাকবে।


প্রসঙ্গত, বাংলার সন্তান প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। পাশাপাশি, একজন প্রশংসিত রাজনৈতিকবিদ। সোমবার ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 


প্রণব মুখার্জি তাঁর রাজাজি মার্গের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান। এরপর, ১০ ই আগস্ট তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার জন্য অপারেশন করা হয়েছিল। 


জানা গিয়েছিল তাঁর করোনা পরীক্ষা করা হলেও সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর ফুসফুসে সংক্রমণ হয়, কিডনিও কাজ করা বন্ধ করে দেয়। অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে জমাট বাঁধা রক্ত বার করা হয়েছে। সোমবার সকালে চিকিত্সকরা সতর্ক করেছিলেন যে তাঁর অবস্থার হ্রাস ঘটেছে এবং তার ইনফেকশনের কারণে সেপটিক শক হয়েছে। গভীর কোমায় ছিলেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টেও রাখা হয়েছিল।


অবশেষে সোমবার বিকেলেই প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এই প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর টুইট করে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code