করোনা আক্রান্ত হয়ে পদ্মশ্রী প্রাপ্ত পরমাণু বিজ্ঞানী শেখর বসু প্রয়াত


৬৮ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের প্রাক্তন সচিব শেখর বসু। বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স ৬৮ বছর। 



পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান পদেও ছিলেন তিনি। পারমাণবিক শক্তির গবেষণায় তাঁর অবদান অনস্বীকার্য। ভারতের প্রথম পরমাণুশক্তি চালিত সাবমেরিন আইএনএস আরিহান্ট-এ (INS Arihant) নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ২০১৪ সালে পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে 'পদ্মশ্রী' পুরস্কার পান।



PTI এর থেকে জানা গেছে, সকাল ৪টা ৫০ মিনিটে কোভিড সংক্রমণ ও কিডনি জনিত সমস্যার কারণে প্রাণত্যাগ করেন তিনি।