Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা ১নং বি. ডি. ও. অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন জমা ফরওয়ার্ড ব্লকের

দিনহাটা ১নং বি. ডি. ও. অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন জমা ফরওয়ার্ড ব্লকের




আজ দিনহাটা ১নং ব্লকের ব্লক আধিকারিক দপ্তরে বিক্ষোভ। করোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থ এই উদ্যেশ্যে ডেপুটেশন জমা করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। 

কৃষক মারা কৃষি বিল বাতিল, করোনা অতিমারিতে সর্বস্তরের গরীব এবং বিপন্ন মধ্যবিত্ত পরিবারদের নিত্য সামগ্রী সহ খাদ্যদ্রব্য আগামী ১ বৎসর বিনামূল্যে রেশনে দেওয়া, কাজ হারা ঘরে ফেরা কর্মসন্ধানী শ্রমিকদের সরকারি প্রকল্পে কাজ দেওয়া। 


কাজ হারা এবং অসংগঠিত শ্রমিক সহ নিম্ন আয়ের পরিবার দের ১০ হাজার টাকা মাসিক ভাতা। ১০০ দিনের কাজকে ২০০ দিন করার দাবিতে আজ দিনহাটা ১ নং ব্লকের ব্লক সমষ্টি আধিকারিক সৌভিক চন্দের হাতে স্মারক লিপি তুলে দেয় ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। 

আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল রউফ, বিকাশ মন্ডল,ও বহু নেতা সহ কর্মী সমর্থক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code