কাজ দাও, নয় ভিন রাজ্যে পাঠাও - এই দাবিতে ডেপুটেশন কর্ম সন্ধানী শ্রমিক ইউনি়য়নের


নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ 

কাজ হারা, ঘরে ফেরা শ্রমিকদের কাজ চাই, নিত্য সামগ্রীসহ বিনা মূল্যে রেশন ,মাসিক ভাতা সহ ১০০দিনের কাজ কে ২০০দিন করার দাবি নিয়ে আজ ৩ সেপ্টেম্বর ২০২০ কোচবিহার জেলার অন্তর্গত দিনহাটা 2 নং ব্লকের  ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান কর্মসূচী করল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের টি. ইউ. সি. সি. অনুমোদিত ‘কর্ম সন্ধানী শ্রমিক ইউনি়য়ন’।

ডেপুটেশনে তাদের দাবী গুলি ছিল -


কাজ হারা ঘরে ফেরা শ্রমিকদের সরকারি প্রকল্পে কাজে নিযুক্ত করা।

১০০দিনের কাজ কে ২০০দিন করা।

জব কার্ড হীন শ্রমিকদের দ্রুত জব কার্ড প্রদান।

কাজ হারা শ্রমিক নিম্ন আয়ের পরিবারদের ১০হাজার টাকা মাসে ভাতা।

করোনা আবহাওয়ায় বিপন্ন পরিবার সহ মধ্যবিত্ত পরিবারদের নিত্য সামগ্রী সহ খাদ্য দ্রব্য বিনা মূল্যে রেশনে দেওয়া। 

ডেপুটেশনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, পূর্ব লোকাল সম্পাদক  বিকাশ মন্ডল, সভাপতি মনীন্দ্র নাথ বর্মন জেলা কমিটির সদস্য অজয় রায়, মোকত্তেদার রহমান, দিনহাটা শহর লোকাল সম্পাদক অমিত মিত্র, যুবলীগের মহকুমা সম্পাদক রৌশন হাবিব,  জয় গুহ, টি ইউ সি সি মহকুমা নেতা প্রদীপ বোস, দিনহাটা ২নং ব্লকের কর্ম সন্ধানী শ্রমিক ইউনি়য়নের সভাপতি আইউব আলী এবং সম্পাদক কার্তিক বর্মন সহ প্রায় হাজার জন কাজ হারা ঘরে ফেরা শ্রমিক।  

ডেপুটেশনের পর তারা জানান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রমিকদের কাজের তালিকায় নাম নথি ভুক্ত করা এবং কাজ দেওয়ার স্বীকৃতি দেবেন।