শিক্ষা সংক্রান্ত নানা দাবীতে ABVP এর অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন


SER-012, সংবাদ একলব্যঃ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকে আজ কোচবিহার রেমন্ড শোরুমের বিপরীতে ৬ দফা দাবীতে অবস্থান বিক্ষোভে সামিল হয়। কোচবিহার শহরের রাস্তায় তারা মিছিলও করে। নারী সুরক্ষা, বিশ্বভারতী ঘটনা, শিক্ষা সংক্রান্ত দুর্নীতি সহ অন্যান্য সমস্যা নিয়ে ৬ দফা দাবী নিয়ে  ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে স্মারকলিপি জমা দেয়।

তাঁদের দাবী গুলো হলোঃ

১) সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত রকমের ফি মকুব করতে হবে।

২) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনোরকমের ফি বৃদ্ধি করা যাবেনা।

৩) বিশ্বভারতীর গেট ভাঙার ঘটনায় অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সিবিআই তদন্ত করতে হবে।

৪) সুরক্ষিত নারী সুরক্ষিত বাংলা গড়তে হবে।

৫) NEET পরীক্ষার্থীদের যাতায়াত এবং সমস্ত রকমের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে।

৬) পশ্চিমবঙ্গে EWS এ ১০% সংরক্ষণ করতে হবে।

                   

আজকের অবস্থান বিক্ষোভ ও মিছিলে উপস্থিত ছিলেন ABVP এর কোচবিহার জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার, জেলা সহ প্রমুখ কৌশিক দাস, বিভাগ প্রমুখ রাজা দাস, বিভাগ সহপ্রমুখ সমিক বাকচি ও আরো অন্যান্যরা।