পূজার আগে ক্লাবগুলিকে নিয়ে প্রাথমিক বৈঠকে পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গৌতম দেব



সুজাতা ঘোষ , বাগডোগরা :

আজ শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে বিধানসভা এলাকার অন্তর্গত  ক্লাবগুলিকে নিয়ে প্রাথমিক বৈঠক করলেন পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গৌতম দেব । 


এদিন গৌতম দেব তাঁর বিধানসভা এলাকার ৪টি অঞ্চলের ২০ টি পূজা কমিটি এবং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ির ১৪ টি ওয়ার্ডের ৪৬ টি পূজা কমিটির সঙ্গে বৈঠক করেন। অর্থাৎ মোট ৬৬ টি পূজা আর এই ৬৬টি কমিটির মধ্যে  কোনোটি ১০ বছর, ৮ বছর আবার কোনোটি ৫ বছর ধরে পুজো করে আসছে । এদের মধ্যে বেশির ভাগই মহিলা গোষ্ঠী দ্বারা পরিচালিত । আরও পড়ুনঃ পুজো ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার 

তবে পুজোর পারমিশন না থাকাতে তাঁরা নিজেদের উদ্যোগে এই পূজা করে থাকেন।  তাদের যাতে প্রশাসনিক ভাবে কোনো সমস্যায় না পড়তে হয় সেই বিষয়টির দিকে নজর দেবেন এমনটাই জানালেন তিনি । 

এদিন তিনি বলেন-  “ আমি বিধায়ক হিসেবে সর্বতোভাবে সাহায্য করবো । সর্বজনীন এই পুজো গুলো যেন এগিয়ে যায় এবং অন্যান্য পুজো গুলোর মতো এরাও যাতে সমস্ত সুযোগ সুবিধা গুলো পায় তার জন্য আপ্রাণ চেষ্টা করবো ।”