সিপিআইএমের ফ্লাগ খুলে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ভাতারের বলগোনায়

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ 


সিপিআইএমের ফ্লাগ খুলে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ভাতারের বলগোনায়। ভাতারের বলগোনা নিত্যানন্দপুর সিপিআইএম কার্যালয়ের ঘটনা। বৃহস্পতিবার রাত্রে কিছু দুষ্কৃতী সিপিআইএমের ফ্ল্যাগ নয়ানজুলিতে ফেলে দেয় এবং ডিওয়াইএফআইয়ের ফ্ল্যাগ, বাঁশ, দড়ি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 



এই বিষয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করলে ভাতার থানার আধিকারিকরা কার্যালয় পরিদর্শন করে যায় এবং আশ্বাস দেয় এই বিষয়টির প্রতি সজাগ দৃষ্টি দেয় । 



সিপিআইএম নেতা হরিহর চৌধুরী এবং মোঃ কবিরুল ইসলাম বলেন, সরকারপক্ষ এবং অন্যান্য রাজনৈতিক দলের পা থেকে মাটি সরে গেছে তাই এরকম বিব্রতকর সৃষ্টি করে সিপিএমকে রোখার চেষ্টা করছে। কিন্তু কোনোমতেই আমরা থামবো না সরকারের লাঞ্ছনা এবং বিভ্রান্তকর নীতির হাত থেকে রক্ষা পেতে শয়ে শয়ে মানুষ আমাদের সাথে যোগদান করছে এই ভয় থেকেই অন্যান্য রাজনৈতিক দলের এই কু-কর্ম ।