Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার আন্দোলনে জলপাইগুড়ি জেলা বিজেপি


এবার আন্দোলনে জলপাইগুড়ি জেলা বিজেপি

জলপাইগুড়ি

সাংসদকে নিয়ে এবার আন্দোলন জেলা বিজেপির। তৃণমূল কংগ্রেসের সজন পোষন নীতির বিরুদ্ধে মহকুমা শাসক দপ্তরের সামনে শুক্রবার গণ অবস্থান করতে চলেছে জেলা বিজেপি। এই বিষয়ে বৃহস্পতিবার বিজেপির অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক হয়।


মূলত জলপাইগুড়ির তিনটি মহকুমা দপ্তরে এই অবস্থান হবে বলে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী জানিয়েছেন। বাংলা রাজনীতিতে হিংসা, সজনপোষন ,গুনে গুনে বিজেপি কর্মীদের হত্যা ,মিথ্যা মামলা হয়রানি ইত্যাদি বিষয়ে তাদের এই অবস্থান হবে বলে জানিয়েছেন বাপী গোস্বামী।


জলপাইগুড়ি ,নাগরাকাটা, মাল এই তিনটি মহকুমা দপ্তরে চলবে একদিনের অবস্থান।এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তপন রায়,দিপেন প্রমানিকজয়ন্ত চক্রবর্তী,ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অবজারভার নিরঞ্জন রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code