১২ দফা দাবি নিয়ে স্মারক লিপি প্রদান সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ঃ 


পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন কোচবিহার জেলা শাসকের করণে  কয়েক দফা দাবি নিয়ে  স্মারক লিপি প্রদান করা হয়। 

সিভিল ডিফেন্স কর্মীরা সর্বদা একাধিক সামাজিক ক্রিয়া কলাপ করার পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা এমনকি কোভিড ১৯ অতিমারি যুদ্ধেও সামিল হচ্ছেন সর্বদা। একাধিক গুরুত্বপূর্ণ কাজে সংযুক্ত হলেও সিভিল ডিফেন্স কর্মীদের পারিশ্রমিক খুবই কম ও এমনকি কিছু কিছু সময় তাঁদের পরিবারকে অভুক্ত অবস্থায় থাকতে হয়, পড়তে হয় নানান আর্থিক সমস্যায়। এবার সেই সমস্ত সমস্যা মেটাতে ও নিয়োগ সংক্রান্ত একাধিক নিয়মের দাবিতে জেলা শাসকের করণ মারফত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশন। 


দাবিগুলি হল- 

  • মাসে ৩০ দিনের কাজের জন্য সুরক্ষা এবং নিশ্চিয়তা এবং সময়ে অর্থ প্রদান।
  • ৬০ বছর বয়স পর্যন্ত কাজের সুরক্ষা।
  • পশ্চিমবঙ্গ সরকারের নিয়োগের সময় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের অগ্রাধিকার দেওয়া
  • প্রতিটি মহকুমায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং উদ্ধার দল গঠন করা।
  • রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত / পৌর এলাকায় সিভিল ডিফেন্স নিয়োগ করা 
  • প্রথম সারির করোনা যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া
  • সিভিল ডিফেন্সের ভাল প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড, নাগরিক স্বেচ্ছাসেবক, হাসপাতাল পুলিশ, বন, স্বাস্থ্য, হোম গার্ড, অস্থায়ী হোম গার্ড, চিলা রায় ব্যাটালিয়ন ইত্যাদি নিয়োগ সংক্রান্ত অগ্রাধিকার
  • দুর্ঘটনাজনিত বেনিফিট এবং পরিবারের সুরক্ষা।
  • দায়িত্ব পালনকালে অসুস্থ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ানো।
  • আই-কার্ড এবং ইউনিফর্ম সিভিল ডিফেন্সকে প্রদান করা।
  • নিয়োগে নেপোটিজম এবং দুর্নীতি বন্ধ করতে হবে।