PM-Kisan যোজনার ২০০০ টাকা আপনার একাউন্টে এসেছে কি? দেখে নিন এখুনি 


 

১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিল, ফসল পরবর্তী পরিচালন পরিকাঠামো তৈরী এবং যৌথভাবে কৃষিকাজের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ৯ই আগস্ট বেলা ১১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিল থেকে ঋণ দান প্রক্রিয়ার সূচনা করেন। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে পিএম কিষাণ প্রকল্পে ৮ কোটি ৫০ লক্ষ কৃষকের জন্য ১৭ হাজার কোটি টাকার ষষ্ঠ কিস্তির অর্থ তাঁদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন।  NEW: শুরু হয়েছে কর্মসাথী প্রকল্পের আবেদন, জেনে নিন কীভাবে আবেদন করবেন 




কিন্তু কীভাবে জানবেন, আপনার একাউন্টে টাকা এসেছে কিনা?  এইজন্য সবার প্রথমে আপনাকে যেতে হবে https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx  এই পেজে গিয়ে দেখবেন - now Beneficiary Status এর নীচে তিনটে অপশন রয়েছে-
1. AADHAAR NUMBER  2. ACCOUNT NUMBER   3. MOBILE NUMBER
PMKISHAN এ যে আধার নাম্বার বা ব্যাঙ্ক একাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার দিয়ে GET DATA তে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার একাউন্টে টাকা এসেছে কিনা। BREAKING NEWS: মুখ্যমন্ত্রীর নজরে এবার পুরোহিত,প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা 

আর যদি জানতে চান, কারা এই সুবিধা পাচ্ছেন- সকলের নাম যদি দেখতে চান তবে এই জন্য আপনাকে - https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx এই লিঙ্কে গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে আপনার রাজ্যের নাম, জেলার নাম, উপজেলা, মহকুমা এবং গ্রামের নাম সিলেক্ট করে GET REPORT এ ক্লিক করলেই সমস্ত সুবিধা প্রাপকদের নাম চলে আসবে। 


প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (পিএম-কিষাণ) প্রকল্পটি ২০১৮র পয়লা ডিসেম্বর সূচনা হয়েছিল। এর মাধ্যমে ৯ কোটি ৯০ লক্ষের বেশি কৃষক ৭৫ হাজার কোটি টাকার সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন বলে পিব সূত্রে জানা গেছে। আরও জানা গেছে লকডাউনের সময়ে কৃষকদের জন্য ২২ হাজার কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে।



কিষান ক্রেডিট কার্ডের ফর্ম DOWNLOAD