Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩০ বছরের একক চেষ্টায় গ্রামের জলের সমস্যা মেটালেন বিহারের এক কৃষক


৩০ বছরের একক চেষ্টায় গ্রামের জলের সমস্যা মেটালেন বিহারের কৃষক 



চারিদিক বনাঞ্চলে ঢাকা বিহারের গয়ার কোথিলাওয়ার লাথুয়া অঞ্চলের রুক্ষ-শুষ্ক মাটিতে জলের বন্দোবস্ত না থাকায় চাষের কাজে খুবই সমস্যায় পড়তেন মানুষজন। এই এলাকার বাসিন্দাদের জীবিকা মূলত কৃষিকাজ ও পশুপালন। কৃষিকাজে জল অপরিহার্য আর তাই জলের সমস্যা মেটাতে দীর্ঘ ৩০ বছর চেষ্টা চালিয়ে সমস্যা সমাধান করলেন স্থানীয় গ্রামবাসী পেশায় কৃষক লৌঙ্গি ভুইঞাঁ। ৩০ বছরের একক চেষ্টায় ৩কিলোমিটার দীর্ঘ খাল কেটেছেন তিনি। যা মিটিয়েছে কিছুটা জলের সমস্যা। এই বৃদ্ধ কৃষকের বয়স হবে প্রায় ৭০ বছর। 




লৌঙ্গি বলেন, ’’এটা করতে ৩০ বছর লেগে গেল। গ্রামের পাশের জঙ্গলে গবাদি পশু চরাতে যেতাম। তার ফাঁকে ফাঁকে খাল কাটার কাজ চলত। এই কাজে আমাকে কেউ সাহায্য করেননি। কাজের খোঁজে অনেক গ্রামের বাইরে চলে গিয়েছে। কিন্তু আমি যাইনি।‘‘




এক স্থানীয় শিক্ষকের কথা, ব্যক্তিস্বার্থ নয়, গোটা গ্রামের স্বার্থরক্ষা করেছেন লৌঙ্গি। ’’এই খালের জন্য সেচের কাজের যেমন সুবিধা হয়েছে, তেমনই গবাদি পশুগুলিও জল পাচ্ছে।‘‘ বলেই জানিয়েছেন স্থানীয় এক গ্রামবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code