পাওয়া যাবে না খুচরো বিড়ি, সিগারেট; কিনতে হবে প্যাকেট! 


ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। এখন থেকে আর খুচরো বিড়ি, সিগারেট কিনতে হলে একদম প্যাকেট কিনতে হবে। মহারাষ্ট্র সরকার গোটা রাজ্যে খুচরো সিগারেট, বিড়ি কেনায় নিষেধাজ্ঞা জারি করল। মহারাষ্ট্র সরকারের নির্দেশিকা অনুযায়ী, সিগারেট, বিড়ি-সহ অন্যান্য তামাকজাত পণ্য খুচরো বিক্রি করা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুচরো সিগারেট বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 



খুচরো বিড়ি, সিগারেট বিক্রি করলে যারা সেবন করছে তাঁরা এর ক্ষতি সম্পর্কে জানতে পারছে না। কিন্তু যখন প্যাকেট প্যাকেট কিনবে তখন প্যাকেটের গায়ে সতর্ক বার্তা থাকে তা জানতে পারবে সেবনকারীরা। এই মর্মেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। 



ক্রেতা, বিক্রেতারা এতে ক্ষুব্ধ হলেও চিকিৎসকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই সিদ্ধান্তের জেরে, সেবনকারীরা ওই ধূমপান সম্পর্কে ভালোভাবে জানতে পারবে এবং এরফলে তামাকজাত পণ্য সেবন খানিকটা হলেও কমতে পারে বলে আশা করছেন চিকিৎসকরা।