BJP leader Uma Bharti, ANI

করোনা আক্রান্ত ভারতীয় জনতা পার্টির নেত্রী উমা ভারতী


করোনা আক্রান্ত ভারতীয় জনতা পার্টির নেত্রী উমা ভারতী। নিজেই সে খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তিনি কোভিড পজিটিভ পরীক্ষা করেছেন এবং যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের পরীক্ষা করানোর জন্য গভীর রাতে এক টুইট বার্তায় আবেদন জানিয়েছেন তিনি। গত তিন দিন ধরে হালকা জ্বরে আক্রান্ত ছিলেন এবং সমস্ত সুরক্ষা নিয়ম মেনে চলার পরেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলেই জানিয়েছেন এই বিজেপি নেত্রী।



টুইটে ভারতী লিখেছেন, "হরিদ্বার ও ঋষিকেশের মধ্যে অবস্থিত বন্দে মাতরম কুঞ্জে আমি বর্তমানে আইসোলেশনে রয়েছি। আমি চারদিন পর আরেকটি কোভিড -১৯ পরীক্ষা করব এবং পরিস্থিতি যদি একই রকম থাকে তবে চিকিৎসকদের পরামর্শ নেব।”



হরিদ্বার ও ঋষিকেশের কাছে তিনি বন্দে মাতরম কুঞ্জে স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টাইনে রয়েছেন।