করোনা জয় করে ফেরা তিন প্রবীণ নাগরিক-কে সম্বর্ধনা জানালো ধূপগুড়ি পৌরসভা

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি ঃ 

করোনায় যখন প্রায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুস্থতাও কিন্তু বাড়ছে। 


করোনা আক্রান্ত ষাটোর্ধ্ব তিন প্রবীণ নাগরিক করোনা কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় তাদেরকে সম্বর্ধনা জানালো ধূপগুড়ি পৌরসভা। শুক্রবার ধূপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ এবং পৌর অফিসের কর্মীরা সাত নম্বর ওয়ার্ডের প্রবীণ নাগরিককে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানান। 


ধুপগুড়ি পুরো এলাকাতেও করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই করোনাই আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে ধূপগুড়ি পৌরসভার তরফে। ধুপগুড়ি পৌরসভা পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে আক্রান্তের পাশাপাশি কিন্তু সুস্থ হয়ে আসার সংখ্যাটাও কিন্তু বেড়েছে। স্বাভাবিকভাবে মানুষ যাতে আতঙ্কিত না হয় সুস্থ থাকে সচেতন থাকে এবং সামাজিক দূরত্ব মেনে চলে সেই আবেদন কিন্তু তারা জানিয়েছেন।


করোনা কে জয়ী করে আসা প্রবীণ নাগরিকের মধ্যে এক বৃদ্ধা এবং বৃদ্ধ রয়েছে। স্বাস্থ্য দপ্তরের পরিষেবাতে তারা রীতিমত খুশি। কোনরকম সমস্যাই হয়নি কোভিড হাসপাতালে এমনটাই তারা জানিয়েছেন।