পুজোর আগে দিনহাটাবাসীর জন্য বিশেষ ঘোষণা ব্যবসায়ী সমিতির
করোনা কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিক জীবন, দীর্ঘ লক ডাউন ও তারপর আনলকেও আছে অনেক বিধি নিষেধ l
ব্যবসা বাণিজ্যে ছিল সময় বাধা, প্রায় প্রত্যেক বাজারগুলি রাত্রি ৮টার মধ্যে বন্ধ হয়ে যায় l
আসন্ন পুজোর মুখে আমজনতা থেকে ব্যবসায়ী সবাই আশঙ্কায় ভুগছেন, এবার কি তাহলে পুজোর দিনগুলো বাঙালীর ভালো কাটবে না l
রাজ্য সরকার ইতিমধ্যে পুজো নিয়ে আশার বাণী শুনিয়েছে, করোনা প্রটোকল মেনে চলবে পুজো l
রাজ্যের প্রতিটি বাজারের মতোই করোনা বিধি মেনে চলছে দিনহাটার ব্যবসা বাণিজ্য, আসন্ন পুজোর আগে বড় ঘোষণা দিনহাটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগামী ১লা অক্টোবর থেকে দিনহাটা স্বাভাবিক হচ্ছে দিনহাটার বাজার, কোনো নির্দিষ্ট সময় থাকছে না, তবে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজর সাবান ক্রেতা ও ব্যবসায়ীদের ব্যবহার করা আবশ্যিক l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊