Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গে মমতা, দিনহাটায় দ্বিতীয় কলেজের দাবীতে অনড় দিনহাটা ২ নং ব্লক কলেজ দাবী কমিটি

দিনহাটায় দ্বিতীয় কলেজের জন্য প্রস্তাবিত জমি



গত ২০১৭ সাথে পঞ্চায়েত নির্বাচনে আগে রাজ্যে মাননীয় শিক্ষা মন্ত্রী ঘোষান করেন দিনহাটা ২নং ব্লকে কলেজ স্থাপন করা হবেl কিন্তু গত ২০১৮ সালে কোচবিহারে প্রশাসনিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষনা করেন যে প্রস্তাবিত কলেজ তৈরী হবে না l এর প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন ও যুব ফেডারেশন আন্দোলন শুরু করে l কারণ কোচবিহার জেলার সর্ববৃহৎ সাব-ডিভিশন হলো দিনহাটা l যেখানে কলেজ সংখ্যা মাত্র একটি l ১৯৫৬ সালে গঠিত হওয়া এই কলেজের ছাত্র সংখ্যা এখন প্রায় নয় হাজার l প্রত্যেক বছর এই মহকুমার অধীনে তিনটি ব্লকের প্রায় ৪০০০-৪৫০০ ছাত্র-ছাত্রী উচ্চ-মাধ্যমিক পাস করে l দূরত্বের কারণে তাঁদের অনেককে ডিসটেন্স এ পড়াশোনা চালিয়ে যেতে হয় l যা বহুল খরচাসাপেক্ষ l অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরাও প্রথম প্রজন্মের শিক্ষিত এই ছাত্র-ছাত্রীদের অনেক সময় মাঝ পথে পড়াশোনা ছাড়তে হচ্ছে l  আরও পড়ুনঃ পাশের হার বৃদ্ধি পেলেও  দিনহাটার নতুন ঘোষিত কলেজের কোন দেখা নেই  


এই প্রস্তাবিত কলেজের জন্য নির্বাচিত জমি বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটি পরিদর্শন করেছেন এবং কলেজ তৈরীর পক্ষে রায় দিয়েছেন l কারণ রেল স্টেশন এই জায়গাটিকে যাতায়াতের সুবিধা দিয়েছে এবং নিকটবর্তী পুলিশ স্টেশন দিয়েছে সুরক্ষাবলয় l প্রস্তাবিত জমিও এখন সম্পূর্ণ রূপে কলেজ তৈরীর জন্য প্রস্তুত l

দিনহাটা ২ নং ব্লক কলেজ দাবী কমিটির কনভেনর তথা SFI এর রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস জানিয়েছে-"কলেজ তৈরীর জন্য দিনহাটার প্রবীণ শিক্ষক শ্রী রাম চন্দ্র সাহা মহাশয় যে এককোটি টাকা দান করেছেন তবু কলেজ স্থাপনের সরকার নিশ্চুপ। তাই SFI/DYFI এর এই কলেজ স্থাপনের জন্য আন্দোলন চালাছে যাতে এই শিক্ষাবর্ষ থেকেই নতুন কলেজে ছাত্র-ছাত্রীরা পঠন-পাঠন শুরু করতে পারেl কারণ ২০১৫ সালে যখন SFI/DYFI পক্ষ থেকে কলেজ তৈরীর দাবিতে সই সংগ্রহ করা হয় দিনহাটা মহকুমায়,প্রায় এক লক্ষ মানুষ এই কলেজ স্থাপনের জন্য সই দেন l এর থেকে জনগণের দাবি স্পট l শুধুই স্বাক্ষর নয় ২০১৭ সালে দিনহাটা ২নং ব্লকে ঘোষিত ডিগ্রী কলেজ স্থাপনের জন্য সাইকেল জাঠা ও ২০১৯ সালে দিনহাটা মহকুমার সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে খারুভাজ থেকে বিডিও অফিস পর্যন্ত প্রতীকি অবস্থান হয় SFI/DYFI নেতৃত্বে l ইতিমধ্যে ৭ বার বিডিও, ২ বার এস. ডি.ও সাহেবকে দস্মারকলিপি দেওয়া হয়েছে l"

জয়েন্ট কনভেনর সয়েদ আলী, মানস বর্মন জানায়- "রাজ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী বর্তমানে উত্তরবঙ্গে আছেন তাই পুনরায় দৃষ্টি আকর্ষণ করতে আজ Email মরফত দিনহাট ২ নং ব্লকে কলেজ স্থাপনের দাবী জানিয়েছি আমরা- দিনহাটা ২ নং ব্লক কলেজ দাবী কমিটি। না হলে কলেজ স্থাপনের দাবী আমার গন আন্দোলন গড়ে তুলবো।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code