Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাল থেকে ফের ছন্দে ফিরছে ব্যাঙ্ক, ঘোষণা নবান্নের


কাল থেকে ফের ছন্দে ফিরছে ব্যাঙ্ক, ঘোষণা নবান্নের 

সংবাদ একলব্যঃ 


ফের রিজার্ভ ব্যাঙ্কের ফিরছে ব্যাঙ্কিং পরিষেবা। করোনা সংক্রমণের জেরে গত ২০ই জুলাই থেকে সপ্তাহে দুদিন শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই থেকেই সপ্তাহে দুদিন করে বন্ধ থাকছে ব্যাঙ্ক গুলো। এদিকে গত ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আনলক ৪। আনলক ৪ -এ রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে ফিরছে রাজ্যের ব্যাঙ্ক গুলি। 


এদিন, নবান্নের তরফে ঘোষণা করা হয় আগামীকাল থেকে প্রতি শনিবারে আর বন্ধ থাকছে না ব্যাঙ্ক। ব্যাঙ্কের নিজস্ব নিয়মে এখন ছুটি থাকবে ব্যাঙ্কে। প্রতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে রাবিবারের সাথে সাথে শনিবারও ছুটি থাকে ব্যাঙ্ক আর সেই নিয়মেই এখন চলবে ছুটি। রাজ্য সরকারে অর্থ দফতর থেকে নোটিস দিয়ে এই ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code