• গবেষকদের দাবি, করোনা আক্রান্ত হলে পুরুষদের যৌন হরমোনের মাত্রা কমে
  • ৪৩৮ জন কোভিড রোগীর ২৩২ জন পুরুষ রোগীর মধ্যে গবেষণা করা হয়েছে
  • টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার ফলে কোভিড-১৯ রোগীর মৃত্যুর সম্ভাবনা বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে



করোনা কমাচ্ছে পুরুষদের যৌন হরমোনের মাত্রা, দাবি গবেষকদের



করোনার কবলে বিশ্ব। করোনা ভয়ে যখন কুপোকাত বিশ্ববাসী তখন করোনা নিয়ে অবিরাম চলা গবেষণা থেকে উঠে আসছে নানাবিধ চাঞ্চল্যকর তথ্য। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সারা দুনিয়া জুড়ে। ইতিমধ্যে আরও এক চাঞ্চল্যকর তথ্য দাবি করছে গবেষকরা।



গবেষকরা বলছে, পুরুষদের শরীরের যৌন হরমোন টেস্টোস্টেরনের মাত্রা কমে যাচ্ছে করোনা সংক্রমণের জেরে। টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ায় পুরুষদের মৃত্যুহার বৃদ্ধির কারণও হতে পারে। এমনটাই জানা যাচ্ছে সাম্প্রতিক এক গবেষণায়। তুরস্কের মার্সিন বিশ্ববিদ্যালয় ও মার্সিন সিটি এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালের গবেষকরা জানাচ্ছেন, ‘‘প্রথমবারের জন্য আমাদের তথ্য জানাচ্ছে, কোভিড-১৯ সম্ভবত করোনা আক্রান্ত পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দিচ্ছে। টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার ফলে কোভিড-১৯ রোগীর মৃত্যুর সম্ভাবনা বেড়ে যেতে পারে।’’



সাধারণত প্রাথমিকভাবে ভগ্ন শরীর পুরুষদের যৌন হরমোন হ্রাসের কারণ হিসেবে দেখা হলেও নয়া এই গবেষণায় জানানো হচ্ছে করোনা সংক্রমণের জেরে যৌন হরমোনের মাত্রা কমে যাচ্ছে। সাধারণত ৪০ বছর পার হলেই শরীরে ০.৮-২ শতাংশ হারে কমে যায় টেস্টোস্টেরনের মাত্রা। গবেষকদের দাবি, ৪৩৮ জন কোভিড রোগীর ২৩২ জন পুরুষ রোগীর মধ্যে গবেষণা করে দেখা গেছে করোনা সংক্রমণে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস পাচ্ছে।



অন্যতম গবেষক ইউরোলজির অধ্যাপক সেলাহিত্তিন কায়ান জানিয়েছেন, টেস্টোস্টেরন শ্বাসযন্ত্রের প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে সম্পর্ক যুক্ত। এই হরমোনের মাত্রা কমে গেলে শ্বাসযন্ত্রে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। দেখা গিয়েছে, টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে করোনার প্রকোপ আরও বেড়ে যায় শরীরে।