মহানায়কের মূর্তি উন্মোচন করলেন উত্তম পুত্রবধূ মহুয়া চ্যাটার্জী, গাইলেন মুখ্যমন্ত্রীর সুখ্যাতি
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমানঃ
বৃহস্পতিবার মহানায়ক উত্তমকুমারের ৯৪তম জন্ম দিবস উপলক্ষে আজ বর্ধমান রথতলা এলাকায় উন্মচোন হল মহানায়ক উত্তম কুমারের পূর্ণাবয়ব প্রতিকৃতি।মহানায়কের আবক্ষ মূর্তি উন্মোচন করেন তারই পুত্রবধূ মহুয়া চ্যাটার্জী।
মহানায়কের মূর্তি উন্মোচনের পর তার পুত্রবধূ মহুয়া চ্যাটার্জি বলেন আপনাদের মুখ্যমন্ত্রী আমাকে খুব স্নেহ করে।ওনার দয়াতে আমরা বেঁচে আছি আজকে উনি আছেন বলেই আমরা আছি ।আজকে এমন মুখ্যমন্ত্রী আমরা আর কোথাও পাবোনা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমরা বেঁচে আছি।গত ২৪শে জুলাই মুখ্যমন্ত্রীর এক অনুষ্ঠানে বর্ধমানে মহানায়কের পথিকৃৎ বসানো বিষয়ে বলি এক কথায় রাজি হয়ে যান মুখ্যমন্ত্রী। এবং পরবর্তী সময়ে ববি হাকিমকে তা দেখার বিষয় জানান।মুখ্যমন্ত্রীর নির্দেশমত আজ এখানে মহানায়কের মূর্তি উন্মোচন করা হয়।মহুয়া দেবী বলেন মহানায়ক চিরদিন ছিলেন, উনি আছেন, উনি চিরকাল থাকবেন।
বর্ধমান শহরের রথতলা এলাকায় বসেছে বাঙালির হৃদয়ের একচ্ছত্র মহানায়ক উত্তমকুমারের পূর্ণাবয়ব প্রতিকৃতি।কাঞ্চন উৎসব কমিটির পক্ষথেকে বসানো হয়েছে এই পূর্ণাবয়ব মূর্তি।যদিও বর্ধমান শহরে উত্তম-সুচিত্রার মূর্তি বসানো পরিকল্পনা নেওয়া হয়েছিল আগেই। শহরে উত্তম সুচিত্রার বিশেষ ভক্ত হিসেবে পরিচিত ছিলেন শরৎ কোনার।তিনি শহরের প্রাণকেন্দ্র উত্তম-সুচিত্রার মূর্তি বসানোর উদ্যোগ গ্ৰহন করেছিলেন বলে জানান কাঞ্চন উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পুরসভার প্রাক্তন এম সি আই সি খোকন দাস।শরৎ বাবুর অকাল প্রয়ানে সেই উদ্যোগ স্থগিত আছে।
কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস বলেন বর্ধমান শহরে মহানায়েকের কোন মূর্তি ছিলোনা।আজ কাঞ্চন উৎসব কমিটির পক্ষ থেকে রথতলা এলাকায় মহানায়েকের মূর্তি উন্মোচন করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊