নতুন প্রজন্মের কাছে সময়ের চাহিদা অনুসারে কৃত্রিম মেধা নিয়ে পড়াশুনার সুযোগ তৈরি করেছে CBSE 



CBSE এর পাঠক্রমে রদবদল। মহামারী বুঝিয়ে দিয়েছে ডিজিটাল তথা কৃত্রিম মেধার গুরুত্বকে। আর তাই কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ [CBSE] জানিয়েছে, নতুন প্রজন্মকে বহু বিষয়ে শিক্ষাদানের সুযোগ করে দিতে তাদের অনুমোদিত বিদ্যালয়গুলিতে ২০১৯ – ২০ শিক্ষাবর্ষ থেকে কৃত্রিম মেধাকে [A.I.] একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 


সংশ্লিষ্ট বিষয়টির পাঠক্রম এবং পাঠ্যপুস্তক তৈরিতে ইনটেল, আইবিএম, মাইক্রোসফট, প্রাইভেট স্কুলস এর মতো সংস্থাগুলি সিবিএসসি – কে সাহায্য করছে। 

দেশের বিভিন্ন প্রান্তে কৃত্রিম মেধার বিষয়ে সিবিএসই, ৪১টি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছিল। যেখানে ১৬৯০ জন অধ্যক্ষ এবং শিক্ষক – শিক্ষিকা প্রশিক্ষণ নিয়েছেন। সিবিএসই অনুমোদিত বিদ্যালয়গুলিতে অষ্টম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত কৃত্রিম মেধা নিয়ে পঠন – পাঠন শুরু হয়েছে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ জানিয়েছেন-
"শিক্ষা মন্ত্রকের অধীনস্থ কারিগরি শিক্ষা বিষয়ক নিয়ামক সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন [AICTE], শিক্ষামূলক প্রযুক্তি নিয়ে কাজ করে, এরকম কয়েকটি সংস্থাকে ন্যাশনাল এডুকেশনাল অ্যালায়েন্স ফর টেকনোলজির আওতায় নির্বাচিত করেছে। এআইসিটিই, বিভিন্ন প্রতিষ্ঠানে কৃত্রিম মেধা এবং ডেটা সায়েন্স নিয়ে পড়াশুনা করার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন আই আই টি এবং আই আই আই টি কৃত্রিম মেধা নিয়ে পড়াশুনা করার সুযোগ তৈরি করেছে।"

SOURCE:PIB