Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রয়াত হলেন বিখ্যাত বাঙালি কবি অজিত দত্তের মেয়ে ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত

pic credit:dna india


প্রয়াত হলেন বিখ্যাত বাঙালি কবি অজিত দত্তের মেয়ে ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত (fashion designer Sharbari Dutta)। 



বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ব্রড স্ট্রিটের (Broad Street) বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে অন্যান্যদের শেষবারের মতো দেখা হয়েছিল।


পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় থানা ও কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের কর্তারা রাতেই ঘটনাস্থানে পৌঁছান। 

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, টয়লেটে হঠাৎ করেই কার্ডিয়াক অ্যাটাকের কারণে তিনি মারা যান।

shunya নামে একটি প্রতিষ্ঠানে স্থাপন করেছিলেন শর্বরী। যা ফ্যাশান ডিজাইনের জগতে এক বিশেষ মাত্রা যোগ করেছে । যেখানে সমস্ত ফ্যাশান ডিজাইন নারী কেন্দ্রিক সেখানে শর্বরীর শূণ্য কিন্তু তার বিপরীতে যাত্রা করেছে। 

http://shunyaa.fashion/


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code