![]() |
pic source: india.com |
মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ১ লাখ টাকার স্কলারশিপ দিচ্ছে ছাত্রছাত্রীদের ? জানুন বিস্তারিত
ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের অধীনে ১ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ মিলবে। এমনই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফেসবুক, হোয়াটস অ্যাপ, টুইটারে এই পোস্ট ছড়িয়ে যেতেই পড়ুয়াদের মনে তৈরি হয় নানাবিধ প্রশ্ন। সেই পোস্টে দাবি করা হয়েছে, পড়ুয়াদের এগিয়ে যাওয়ার পরিশ্রমকে মান্যতা দিতে তৎপর মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। তারা যাতে উচ্চশিক্ষায় দিকে সহজেই অগ্রসর হতে পারে সেজন্য ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার আয়োন করে উত্তীর্ণ পড়ুয়াদের ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
এই ভাইরাল পোস্টের দাবিকে নাকচ করলো পিআইবি ফ্যাক্ট চেক। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কোনও রুপ স্ক্লারশিপ পরীক্ষার আয়োজন করছে না বলে জানা গেছে। এই পোস্টটি একটি ভুয়ো পোস্ট। পিআইবি এক বিবৃতিতে জানিয়েছে, ওই ওয়েবসাইটটি ভুয়ো একই সঙ্গে পরীক্ষার খবরটিও মিথ্যে।
Claim: A website stating to be working under Ministry of Corporate Affairs is claiming to reward students with scholarship upto 1 Lakh through National Scholarship Exam
— PIB Fact Check (@PIBFactCheck) September 27, 2020
#PIBFactCheck:This website is #Fake. MCA is not conducting National Scholarship Exam to offer any scholarship pic.twitter.com/rzHjXGIrnx
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊