'চা সুন্দরী' প্রকল্পের উদ্বোধন করলেন মুখ‍্যমন্ত্রী 


দীর্ঘ আট মাস পর কোভিড পরিস্থিতির মাঝেও চারদিনের উত্তরবঙ্গ সফরে গতকালই উত্তরকন‍্যায় পৌঁছেছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় আজ ও কাল এই দুইদিন উত্তরবঙ্গের রাজ‍্যগুলিকে প্রশাসনিক বৈঠক করবেন। প্রথমদিনের প্রশাসনিক বৈঠকে আজ 'চা সুন্দরী' প্রকল্পের উদ্বোধন করেন। 




'চা সুন্দরী' প্রকল্পের অধীনে চা বাগানের শ্রমিকদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানা গেছে। এদিন মুখ‍্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন। জানা গেছে চা বাগানের যেসব কর্মীদের জমি নেই, বাড়ি করার মতো পরিস্থিতি নেই, গৃহহীন তাঁদের বাড়ি তৈরি করে দেওয়ার জন‍্য এই প্রকল্প। উল্লেখ‍্য, চা শ্রমিকদের তালিকা প্রস্তুত হয়ে গেছে বলে জানানো হয়েছে। প্রথমে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলার চা বাগান শ্রমিকদের মধ‍্যে এই প্রকল্প আরম্ভ হবে। 



এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় জানান, উত্তরবঙ্গের চা শ্রমিকরা বহুদিন থেকে অবহেলিত ও বঞ্চিত। গৃহহীন চা বাগানের কর্মীদের আবাসনের বন্দোবস্ত করতে মূলত উত্তরবঙ্গকে কেন্দ্র করেই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে মোট ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম ধাপে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মোট ৩৬৯৪ পরিবারকে এই প্রকল্পের আওতায় বাড়ি বানিয়ে দছোয়া হবে। আগামী দুমাসের মধ‍্যে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান মুখ‍্যমন্ত্রী। পাশাপাশি, আগামী তিন বছরের মধ‍্যে সমস্ত চা বাগানে এই প্রকল্পের কাজ শেষ করা হবে।