করোনা আক্রান্ত বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল
এবার করোনা আক্রান্ত রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। করোনা আক্রান্তের খবর নিজেই টুইট করে জানিয়েছেন তিনি। আজ এক টুইট বার্তায় কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়ে তিনি লেখেন, "আমি কোভিড পজিটিভ। গত ৫ দিনে আমার সংস্পর্শে আসা প্রত্যেককেই পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।"
গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অগ্নিমিত্রা পাল। করোনা উপসর্গও ছিল তাঁর। এরপরই কোভিড টেস্ট করলে আজ সকালে রিপোর্ট কোভিড পজেটিভ আসে। এরপরই তিনি সোশ্যাল মিডিয়া মারফত সে খবর জানান ও তাঁর সংস্পর্শে আশা সকলকে পরীক্ষা করার অনুরোধ করেন।
I have been diagnosed as Covid Positive. I would request everyone who has met me in the last 5 days to get themselves tested.
— Agnimitra Paul Official (@paulagnimitra1) September 27, 2020
Thank You 🙏@BJPMM4Bengal @BJP4Bengall @DilipGhoshBJP
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊