ভোটের আগে বড়সড় রদবদল, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হলেন মুকুল রায়
একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বড়সড় রদবদল বিজেপির সর্বভারতীয় স্তরে। সর্বভারতীয় সহ-সভাপতি হলেন মুকুল রায়। বিজেপির দলের অন্দরেই অন্তর্দ্বন্দ্ব চলছে, বহুদিন ধরেই চলছিল জল্পনা। তবে দিলীপ ঘোষ বা মুকুল রায় কেউই সেকথা স্বীকার করেননি। এমনকি পুরোনো দলে ফেরার নিয়ে চলছিল জল্পনা। অবশেষে, সেই জল্পনার অবসান ঘটালো বিজেপি। সর্বভারতীয় স্তরে মুকুল রায়কে গুরুত্ব দিল বিজেপি।
২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। বিজেপিতে যোগ দেওয়ার পর একে একে একাধিক তৃণমূল নেতাকে বিজেপি-তে যোগ করেছেন মুকুল রায়। অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, সৌমিত্র খাঁ ও খগেন মূর্মূদের মতো তৃণমূল নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোটের দায়িত্বে ছিলেন মুকুল রায়। লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসন জিতেছে বিজেপি।
পাশাপাশি সর্বভারতীয় সম্পাদক হলেন অনুপম হাজরা, বিজেপির জাতীয় মুখপাত্র হলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দলের নতুন কমিটি ঘোষণা করেছেন। তার মধ্যেই এই সিদ্ধান্ত নেয় বিজেপি দল।
भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda जी द्वारा घोषित की गई कार्यकारिणी के सभी सदस्यों को बधाई एवं शुभकामनाएं। आप सभी के नेतृत्व में भाजपा "सबका साथ-सबका विकास-सबका विश्वास" के मूल मंत्र पर आगे बढ़ेगी।@BJP4India pic.twitter.com/KAm1yvPoz5
— Kailash Choudhary (@KailashBaytu) September 26, 2020
এদিকে, বিজেপির সর্বভারতীয় কমিটিতে থেকে বাদ পড়়লেন বিজেপির পুরনো নেতা রাহুল সিনহা। রাজ্য বিজেপি সভাপতি পদে দীর্ঘ সময় ছিলেন তিনি। তাঁর সময়কালে রাজ্যে দলের সাফল্য ছিল না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊