Latest News

6/recent/ticker-posts

Ad Code

অক্টোবর, পুজোর মরসুম : ১১ দিন বন্ধ থাকছে ব্যাংক, বিপাকে আমজনতা

 


অক্টোবর, পুজোর মরসুম : ১১ দিন বন্ধ থাকছে, ব্যাংক বিপাকে আমজনতা

তনজিৎ সাহা,কলকাতা

গোটা অক্টোবরে ১১দিন ব্যাংক বন্ধ । তাই নিত্য নগদ লেনদেনের বিষয় থাকলে, আগাম সতর্কতা সেই বুঝে ব্যবস্থা নিন।




অক্টোবর মাস পুরোটাই উৎসবের মাস। খরচ স্বাভাবিক ভাবেই তাই বেশি। তবে খরচের ভয়ে পকেটে নগদ রাখবেন না ভেবে থাকলে সমস্যা! কারণ এই অক্টোবরেই মোট ১১টি ব্যাংক হলিডে বা ছুটির দিন পড়েছে। অর্থাৎ, গোটা অক্টোবরে মাত্র ২০ দিন ব্যাংক খোলা থাকবে। তাই নিত্য নগদ লেনদেনের বিষয় থাকলে, আগাম সতর্ক ব্যবস্থা নিন।ব্যাংক কর্মী দের কাছে ছুটির বড় সুযোগ।



পাঠকদের সতর্ক করতে এই সময় ডিজিটাল জানাচ্ছে ব্যাংক হলিডে-র পুরো তালিকা। দেখে নিন ও সঙ্গে রাখুন।



২ অক্টোবর: গান্ধী জয়ন্তীর কারণে এই দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংকই।

৬, ৭,৮ অক্টোবর: ৬ অক্টোবর রবিবারের পর ৭ ও ৮ অক্টোবর নবমী ও দশেরার কারণে বন্ধ থাকবে ব্যাংক। অর্থাৎ, ব্যাংককর্মীদের কাছে পর পর ৩ দিনের ছুটির বড় সুযোগ।

১২ ও ১৩ অক্টোবর: শনি ও রবিবার হওয়ার কারণে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ১২-১৩ ব্যাংক বন্ধ থাকবে।

২০ অক্টোবর: তৃতীয় সপ্তাহে ২০ অক্টোবর রবিবার হওয়ার কারণে বন্ধ থাকবে ব্যাংক।

২৬-২৭ অক্টোবর: মাস শেষ হওয়ার মাত্র ১০ দিন বাকি থাকতে ২৬ ও ২৭ অক্টোবর বন্ধ থাকবে ব্যাংক। ২৬ অক্টোবর মাসের চতুর্থ শনিবার এবং ২৭ অক্টোবর দীপাবলির কারণে ছুটি।

২৮ ও ২৯ অক্টোবর: মাসের শেষ সপ্তাহে গোবর্ধন পুজো ও ভাইফোঁটার কারণে ছুটি থাকবে ব্যাংকগুলিতে।

তথ্য জেনে গেলেন। এবার সেই মতো অক্টোবরের পরিকল্পনা করে রাখুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code