আগাছা সাফাই অভিযানে নামল গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ
SER-23, বাঁকুড়া, ২৬ সেপ্টেম্বর:
বাঁকুড়া-রানীগঞ্জ ৬০নম্বর জাতীয় সড়কের দুই পাশে ভরে আছে আগাছায়, আর এই আগাছা দমনে এবার এক মহতি পদক্ষেপ নিল গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ আধিকারিকগন।
এদিন সকাল থেকেই আগাছা দমনে নেমে পড়েন তারা । গঙ্গাজলঘাঁটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস হালদার মহাশয় এবং তার সহযোদ্ধারা মিলে আজ সকাল নাগাদ অমরকানন থেকে কোরো মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের আগাছানাশ করেন ।
পুলিশের এই মহতি প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊