Latest News

6/recent/ticker-posts

Ad Code

Alexandra Daddario এর সাথে couple challenge এ উত্তরপ্রদেশের আকাশ- তারপর কী হলো দেখে নিন




করোনা মহামারীকালে স্যোসাল মিডিয়ায় একাউন্ট যেমন রেকর্ড পরিমানে খুলেছে তেমনি বিনোদন এবং সময় কাটানোর একটা বড় মাধ্যমও হয়ে উঠেছে স্যোসাল মিডিয়া। শুধু তাই নয় নিত্য নতুন বিনোদনের ধরণও তৈরি হয়েছে। কখনো বাড়িতে বসেই সঙ্গীত-নৃত্য-কবিতা প্রতিযোগিতা শুরু হয়েছে স্যোশাল মিডিয়ায় আবার বা কখনো ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ। সম্প্রতি এমনই একটি চ্যালেঞ্জ ভাইরাল হয়েছে। couple challenge অর্থাৎ স্বামী-স্ত্রীর যুগল বন্দী ছবি। 


এতে অবিবাহিতরা অনেকটাই নিরাশ। কিন্তু উত্তরপ্রদেশের আকাশ কিন্তু নিরাশ হয়ে থেমে থাকে নি। নিজের স্ত্রী নেই বলে কি চ্যালেঞ্জে অংশ নেবে না! তাই কখনো হয়। 

source: twitter


উত্তর প্রদেশের বারেলির আকাশ ধানক্ষেতের পাশে আর ধানক্ষেতের মাঝে বিক্ষাত অভিনেত্রী Alexandra Daddario এর ছবি সেট করে কাপল চ্যালেঞ্জে অংশ নিয়েছে। সাথে এও জানিয়েছে "তাঁর নিন্দুকেরা হয়তো এই ছবিকে ফটশপড বলবে।' - কিন্তু Alexandra Daddario কিন্তু থেমে থাকে নি, ছবিটি দেখার সাথে সাথে রি ট্যুইট করেছে। সাথে জানিয়েছে "সপ্তাহ শেষে বেশ মজার একটা ঘটনা ঘটল।"

কাপল চ্যালেঞ্জে অংশ নিয়ে উত্তরপ্রদেশ বারলির আকাশ এখন রীতিমত ভাইরাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code