বঙ্গোপসাগর নিম্নচাপ, জনশূন্য দীঘা, জারি সতর্কতা
সুরশ্রী রায় চৌধুরী
বঙ্গোপসাগর নিম্নচাপ এর জেরে জনশূন্য দীঘা। দীর্ঘ লকডাউন এর পরে স্বাভাবিক হতে শুরু করেছে পর্যটন কেন্দ্র দীঘা। কিন্তু বাদ সেদেছে প্রকৃতি। পর্যটক দুদিন এর লক ডাউন এ দীঘা তে ভির জমিয়েছে। কিন্তু খারাপ আবহাওয়া পর্যটকদের ভাবাচ্ছে।
কৌশিকী অমাবস্যা , সাড়াসাড়ি কোটাল, নিম্নচাপ এর প্রভাব এ প্রবল জলোচ্ছাস দীঘা তে।
দীঘা, মন্দারমনি, শংএকরপুর, তাজপুরতে উত্তাল সমুদ্র। প্রবল জলোচ্ছাস এর ফলে নোনা জলে জলমগ্ন দীঘা সুমদ্র তীরবর্তী বাজার। শংকরপুর তাজপুরে ও বাঁধ উপচে নোনা জল ঢুকেছে গ্রামে। বঙ্গোপসাগর ঘনীভূত নিম্ম চাপ এর এর জেরে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সমুদ্রে মাছ ধরতে যেতে বারন করা হয়েছে মৎসজীবীদের। সমুদ্রে স্নান এ নিষেধাজ্ঞা জারি। প্রশাসন এর তরফে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। যাতে এই উত্তাল সুমদ্রে স্নানে পর্যটকরা না বের হন তার জন্য সতর্ক করা। সুমদ্র সৈকত জুড়ে পুলিশ ও নুলিয়া মোতায়েন করা হয়েছে। বিগত কয়েক বৎসর এ এই রকম জলোচ্ছ্বাস দেখা যায়নি দীঘাতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊