বছরের শেষে স্মার্টফোন শিল্পে হতে চলেছে প্রায় ৫০,০০০ কর্মসংস্থান



করোনা মহামারীর জেরে বিশ্বের সাথে সাথে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে বহু কর্মী কাজ হারিয়েছে। তবে এর মাঝেও কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের জেরে বছরের শেষে স্মার্টফোন শিল্পে প্রায় ৫০,০০০ কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর। 


বেশ কিছু দেশীয় এবং আন্তর্জাতিক স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ভারতে তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে বা উৎপাদন বেস তৈরি করতে চলেছে। এর জেরেই কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা। প্রডাকশন লিংকড ইনসেন্টিভ স্কিমের (পিএলআই) আওতায় সরকার দেশীয় উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছে এবং মোবাইল শিল্পে বড় বিনিয়োগ টানার চেষ্টা করেছে। বৃহস্পতিবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। মন্ত্রক মনে করছে, বৈদ্যুতিন সেক্টরে বিশ্বব্যাপী ভারতকে আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি, ইলেকট্রনিক্স উৎপাদন হার মারাত্মকভাবে বাড়াবে এই প্রকল্প।