Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন সফল করতে কড়া হাতে পথে নেমেছে পুলিশ




লকডাউন সফল করতে কড়া হাতে পথে নেমেছে পুলিশ 


সঞ্জিত কুড়ি, বর্ধমান ঃ 

রাজ্যের লকডাউন এ আজ বর্ধমান শহরের বেশিরভাগ এলাকা স্তদ্ধ। কিন্তু শহরের তেতুলতলা বাজার সহ কিছু এলাকায় ইঁতিউতি কিছু বাজার ও দোকানপাট খুলেছে। পুলিশ গিয়ে সেগুলি বন্ধ করে দেয়। বৃহস্পতিবার সকাল থেকে বাকি গোটা শহরে গত কয়েকমাসের চেনা ছবি।রাস্তাঘাট শুনসান। যানবাহন তেমন নেই। কিছু টোটো চোরাগোপ্তা চললেও পুলিশ দেখতে পেলেই সেগুলিকে আটকেছে। অন্যদিকে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররা। কার্জন গেট; বীরহাটা ; গোলাপবাগ মোড় সহ সর্বত্র পুলিশ রয়েছে। যারাই অকারণে বাইরে বেরিয়েছে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। 



তেতুলতলা বাজারে যারা মাছ বা সব্জি নিয়ে বসেছে তারা জানিয়েছে বারবার তারিখ পাল্টানোও তারা ঠিক জানতেন না। যাই হোক; বাধা পেয়ে তারা দোকান গুটিয়ে নেয়। আনলক ওয়ান পর্বে বর্ধমান শহরে বাজারে লাগামছাড়া ভিড় দেখা যায়। বাজারবিলাসী আর আড্ডাবাজরা রাস্তায় দোকানে ভিড় করেন। জুলাইয়ের দ্বিতীয়ার্ধে শহরে সংক্রমণের হার গোটা জেলায় শীর্ষ স্থান দখল করে। গতকালই জেলাশাসক জানিয়েছিলেন বর্ধমান আর কাটোয়া পুরসভার পরিসংখ্যান প্রশাসনের চিন্তার কারণ। এই অবস্থায় আজ লকডাউন সফল করতে বর্ধমান শহরে তৎপর ছিল প্রশাসন। একসময়ে সেফ জোনে ছিল প্রায় গোটা পূর্ব বর্ধমানের বেশিরভাগ অঞ্চল। এখন ২১৫ টির মধ্যে মাত্র ৩৫ টি গ্রাম পঞ্চায়েতের এলাকায় সংক্রমণের খবর নেই। বাকি জেলার কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা রোজ বাড়ছে। সুস্থতার হার ভাল আর ৮৪ শতাংশ রোগীই উপসর্গহীন। তবুও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code