কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য তৈরি হলো বাংলার উচ্চশিক্ষা  banglaruchchashiksha  পোর্টাল


করোনা মহামারীতে বন্ধ শিক্ষাকেন্দ্র গুলি। যদিও স্কুল-কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে তবু কবে আবার পড়াশুনা শুরু হবে তা ঠিক নেই এখনো। 


এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’[banglaruchchashiksha]  পোর্টাল তৈরী করা হলো।

শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী জানিয়েছেন- "এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।"বিশদে জানতে ক্লিক করুন: https://banglaruchchashiksha.wb.gov.in/