কলেজ- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে ইউজিসি এবং রাজ্যগুলিকে লিখিত যুক্তি পেশের নির্দেশ শীর্ষ আদালতের 

SC gives states, UGC three days to submit written arguments



করোনার জেরে কলেজের চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের পরীক্ষা নিয়ে জটিলতা চলছেই। পড়ুয়াদের স্বার্থেই আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে টার্মিনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়ার নির্দেশ পাঠায় ইউজিসি। কিন্তু করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ইউজিসি-র কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা সংক্রান্ত নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং ওডিশা। মঙ্গলবার আবেদনের উপর শুনানি শেষ রায় দান স্থগিত রেখে ইউজিসি এবং রাজ্যগুলিকে লিখিত যুক্তি পেশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বেঁধে দেওয়া হয়েছে তিনদিনের সময়সীমাও। 


কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোনও আলোচনা বা পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে বলেই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য গুলি। করোনা পরিস্থিতির জেরে আগামী সেপ্টেম্বরের মধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া কখনই সম্ভব নয় ও করোনা আবহে পরীক্ষা নেওয়া পড়ুয়াদের বিপদের মধ্যে ঠেলে দেওয়ার সামিল বলেও মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। 


মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং বিআর গাভৈয়ের বেঞ্চ দীর্ঘ শুনানির পর ইউজিসি এবং রাজ্যগুলিকে লিখিত যুক্তি পেশের নির্দেশ দেয়।