উত্তর-পূর্ব রেলওয়েতে ৪,৪৯৯ পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত 

SANGBAD EKALAVYA:

Railway Railway Recruitment Cell (RRC) এর অধীনে উত্তর-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ (NFR) Apprentice Act 1961 এর আওতায় প্রশিক্ষণ দেওয়ার জন্য ৪,৪৯৯ টি পদে শিক্ষানবীশ (Apprentice) প্রার্থীর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ১৫ থেকে ২৪ বছর বয়সী ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দেখে নিন বিস্তারিতঃ 



আবেদনের সময়সীমাঃ ১৬ আগস্ট, ২০২০ (সকাল ১০ টা) থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২০ (রাত ১০ টা পর্যন্ত)।

JOIN OUR WHATSAPP GROUP FOR NEWS: CLICK

শিক্ষাগত যোগ্যতাঃ রেলওয়ের শিক্ষানবিশ চাকরিতে আবেদনের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ডের অধীনে  ৫০% নম্বর সহ দশম শ্রেণি (১০+২ পদ্ধতিতে) অথবা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে এবং প্রাসঙ্গিক ট্রেডের জন্য আইটিআই পাশ হতে হবে।


আবেদন ফী: সাধারণ পরীক্ষার্থীদের জন্য ১০০ টাকা। SC / ST/ OBC / PWD / মহিলাদের কোনো ফী দিতে হবে না।


বয়সসীমাঃ ০১ জানুয়ারী ২০২০ এর হিসেবে ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়মানুযায়ী SC / ST/ OBC দের বয়সের উর্দ্ধসীমায় ছাড় আছে। 


আবেদন পদ্ধতিঃ CLICK TO APPLY এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। পূর্বে রেজিস্ট্রেশন না থাকলে আবেদনের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে।


অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে ক্লিক করুন CLICK HERE লিঙ্কে।