Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক হাজার মাস্ক বিতরণ করলো মোহনবাগান ফ্যানস ক্লাব উলুবেড়িয়া মেরিনার্স Mohun Bagan Fans Club Uluberia Mariners distributed one thousand masks

এক হাজার মাস্ক বিতরণ করলো মোহনবাগান ফ্যানস ক্লাব উলুবেড়িয়া মেরিনার্স 


অরিন্দম বন্দ্যোপাধ্যায়, হাওড়াঃ   

হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার মোহনবাগান প্রেমীদের তৈরি মোহনবাগান ফ্যানস ক্লাব উলুবেড়িয়া মেরিনার্স তিন দিন ব্যাপী সমাজের নানান স্তরের মানুষদের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সচেতনতা বৃদ্ধির কর্মসূচি সফলভাবে সম্পন্ন করল। 


গত ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস ও মোহনবাগান প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে উলুবেড়িয়া মেরিনার্সের সদস্যরা বাগনান, কুলগাছিয়া, বিরশিবপুর রেলওয়ে স্টেশন, খালোড় কালীবাড়ি, আমতা বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে। 

পরদিন ১৬ই আগস্ট ফুটবল প্রেমী দিবসে তারা বাউড়িয়া, চেঙ্গাইল, উলুবেড়িয়া, ফুলেশ্বর রেলওয়ে স্টেশনের পাশাপাশি উলুবেড়িয়া কালীবাড়িতে একই কর্মসূচি পালন করে। আজ তারা উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত শ্যামপুরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করে ও করোনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করে।

সংগঠনের পক্ষে তিতাস চক্রবর্তী জানান এই কর্মসূচিতে তারা এক হাজার মাস্ক বিতরণ করেছেন। এছাড়া অভিষেক হালদার জানান এমন কর্মসূচি তারা ভবিষ্যতে আরো নেবে। এই কর্মসূচিতে যে সমস্ত সদস্যগণ সামিল হয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য রায়নদেব হালদার, সায়ন দোলুই, সুশোভন ঘোষ, সৌম্য দে, অর্ণব চক্রবর্তী, সৌগত হালদার,  দেবাশিস দাস, সৌমদীপ হালদার, জয়ন্ত ভৌমিক, সৈকত বৈতালিক, কৃষাণু মান্না, অজয় মাজি, শুভম ভট্টাচার্য প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code