Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিব ভক্তদের ভিড় নেই জল্পেশে, বিকল্প হিসেবে এলাকায় বসলো ভক্তদের জল ঢালার ঢল


শিব ভক্তদের ভিড় নেই জল্পেশে, বিকল্প হিসেবে এলাকায় বসলো ভক্তদের জল ঢালার ঢল

রবীন্দ্রনাথ বর্মন, দিনহাটা : 

করোনা সংক্রমণ রুখতে এবার শৈবতীর্থ জল্পেশে শ্রাবণী মেলা বন্ধ রাখা হয়েছে। মেলা বন্ধ থাকলেও শ্রাবণ মাসের সোমবার জল্পেশের বিকল্প হিসেবে ভক্তরা মন্দির বানিয়ে মন্দিরের শিবের মাধায় জল ঢালতে পেরেছেন। দিনহাটা ১ নং ব্লকের পেটলা গ্ৰামপঞ্চায়েতের বড়নাচিনার অচিনতলা বাজার সংলগ্ন এলাকায় ঘটনা। মান্দির কমিটি জানিয়েছে, এদিন সামাজিক দূরত্ব বিধি মেনে মাস্ক পরে, হাত স্যানিটাইজ করে কিছু ভক্তকে শিবের মাথায় জল দিতে দেওয়া হয়। এ বছর প্রথম হওয়ায় অতিরিক্ত স্বেচ্ছাসেবক রাখা হয়নি।


JOIN OUR WHATSAPP GROUP FOR NEWS: CLICK

প্রতিবছর গোটা শ্রাবণ মাসে ময়নাগুড়ি ব্লকের জল্পেশে শ্রাবণী মেলায় ওই এলাকার অনেক ভক্ত যান। তাই এবছর জল্পেশ বন্ধ থাকায় এই উদ্যোগ গ্ৰহন করে বড়নাচিনার অচিনতলা পূজা কমিটি।আজ এই পূজার বাবার মাথায় বহু দর্শনার্থীর সমাগম হয়। বুড়াধরলার ঘাটে জল নেওয়ার জন্য বানানো হয়েছে ট্যান্ড। পাশাপাশি এদিন মা মনসার পূজা করা হয়। ভির এড়াতে খিচুড়ি প্রসাদ প্যাকেট করে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code