আসছে পাবজির নয়া সংস্করণ ১.০, থাকছে আমুল পরিবর্তন
পাবজি গেম যেন গেম নয় নেশা। পাবজি গেম খেলেই একাধিক দুর্ঘটনার কথা হামেশাই শোনা যায়। গোটা বিশ্বে চলছে উন্মাদনা। এবার সেই পাবজি গেমের আসছে নতুন সংস্করণ। আগামী ৮ই সেপ্টেম্বর সেই নতুন সংস্করণ আসছে বলেই জানা গেছে।
ভিস্যুয়াল, গ্রাফিক্স, পারফরম্যান্স, ফ্রেম রেট, আমুল পরিবর্তন আসতে চলেছে এই সংস্করণে। বাস্তব যেন বেশি মনে হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে এই সংস্করণে। খেলার পরিবেশ, চরিত্র সহ গোটা বিষয়টি অনেক উন্নতমানের হবে। শেডিং কোয়ালিটি ও লাইট ট্রান্সমিশনে এফেক্ট আরও উন্নত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই নতুন ভার্সনকে গেম, সোশ্যাল ও স্টোর তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
মোবাইল গেম প্রেমীরা মনে করছে এই সংস্করণের ফলে একটা নতুন যুগের সূচনা হবে।
Higher FPS, lower latency - Version 1.0 has it all! 🎁
— PUBG MOBILE (@PUBGMOBILE) August 24, 2020
Check out all the Version 1.0 New Era details here! 👉 https://t.co/FVO8BirOlf pic.twitter.com/heGR2mB2Si
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊