আমির খানের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ গোপীবল্লভপুরে

শচীন পাল, নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ বেশ কিছুদিন আগেই বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তার আপকামিং ছবি 'লাল সিং চাড্ডা' এর সুটিং এর জন‍্য তুরস্ক গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি সেখানকার রাষ্ট্রপতির স্ত্রী এর সঙ্গে সাক্ষাৎও করেন। আর এই নিয়েই ক্ষুব্ধ দেশের মানুষ। যেখানে তুরস্ক একটানা ভারত বিরোধীতা করে চলেছে। সেই দেশের রাষ্ট্রপতির স্ত্রী এর সাথে কেন সাক্ষাৎ করবেন মিঃ পারফেকশনিস্ট নাম পরিচিত আমির? এটাই ক্ষোভের মূল কারণ। 


আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে। মঙ্গলবার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভট্টগোপালপুর নিউ তরুন সংঘের সদস‍্যরা আমির খানের এই আচরণে ক্ষুব্ধ হয়ে তার একটি পুতুল তৈরি করে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। সঙ্গে শ্লোগান দেয় "দেশদ্রোহী আমির খান, তোমায় আমরা ক্ষমা করছি না করবো না।"