Guide to mid-day meal distribution in the sixth phase - take a look at the distribution schedule

ষষ্ঠ দফায় মিড ডে মিল বিতরণের নির্দেশিকা



স্কুল খুলবে কবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কেন্দ্র থেকে রাজ্য সরকার l

করোনা আবহে কিভাবে চলবে পঠন পাঠন তা নিয়ে বিস্তর আলোচনা চলছে বিশিষ্ট মহলে l

এর মাঝে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যাতে তাঁদের জন্য বরাদ্দ মিড ডে মিলের খাদ্য থেকে বঞ্চিত না হয় সে দিকে নজর রয়েছে সরকারের l

এই ক্ষেত্রে বিভিন্ন দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে রাজ্যের প্রতিটি সরকারি ও সরকার পোষিত স্কুল গুলিতে l

বিভিন্ন দফায় চাল, ডাল, আলু, সাবান ও স্যানিটাইজার তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে l

সেপ্টেম্বর মাসের এই মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর l

আগামী ৭ই সেপ্টেম্বর থেকে mid-day meal  বিতরণ শুরু হচ্ছে রাজ্যের স্কুল গুলিতে 

২কেজি চাল, ১কেজি ছোলা, ১কেজি আলু ও একটি ১০টাকা মূল্যের সাবান প্রতি ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে l

৭ই সেপ্টেম্বর থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিতরণ l

প্রত্যেক স্কুলে ৩ই সেপ্টেম্বরের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেবার নির্দেশ দেওয়া হয়েছে ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকে l

৫ই সেপ্টেম্বরের মধ্যে প্যাকেজিং সম্পন্ন করার নির্দেশ রয়েছে, স্কুলগুলি যাতে স্যানিটাইজ করা হয় সে দিকে নজর রাখতে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে l

মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে l

বিতরণে ছাত্র ছাত্রীরা যাতে উপস্থিত না থাকে শুধু মাত্র অভিভাবকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবার নির্দেশ রয়েছে l