রাজ্যে পুলিশ দিবস পালনের আর্জি মুখ্যমন্ত্রীর
1st September to be celebrated as 'Police Diwas' to pay respect to all the police personnel who are working for the people during this pandemic: West Bengal CM Mamata Banerjee
করোনা মহামারী থেকে রক্ষা পেতে যারা প্রথম সারিতে রয়েছেন- সেই কোভিড যোদ্ধাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দেশের পুলিশ বাহিনী। লকডাউন পালন থেকে জনসচেতনতা, কোভিড রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া থেকে সৎকার -সব কাজই করতে হচ্ছে পুলিশকে। একাধিক পুলিশ কর্মী ইতিমধ্যে করোনা যুদ্ধে প্রাণ উৎসর্গ করেছেন। এমতাবস্থায় রাজ্যে পুলিশদের সম্মান জানানোর ব্যবস্থা করলেন মমতা সরকার।
১ সেপ্টেম্বর রাজ্য পুলিশ দিবস হিসাবে পালন করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী [CM Mamata Banerjee]। JOIN OUR WHATS APP GROUP FOR NEWS: CLICK
সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, 'সংক্রমণ রুখতে পুলিশকর্মীরা দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। একাধিক পুলিশকর্মীর মৃত্যুও করোনা-যুদ্ধে প্রথম সারিতে লড়াই করতে গিয়ে হয়েছে। তাঁদের কাজ, তাঁদের আত্মত্যাগকে সম্মান জানাতেই এই দিনটিতে রাজ্যের সমস্ত পুলিশকর্মীদের সম্মান জানাতে চায় রাজ্য সরকার।'
তিনি আরও জানান পরবর্তী কালেও শিক্ষক দিবস, নারী দিবসের মতই পালন করা হবে পুলিশ দিবস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊