স্বর্গীয় যতীন্দ্র মোহন নাগ ও সুধা নাগ স্মৃতি দুস্থ ও মেধাবী ছাত্র বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি





২০২০ সালে কোচবিহার জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্র ছাত্রী আর্থিক অনটন এর মধ্যে দিয়েও অসাধারণ ফল করেছে তাদের পরবর্তী পড়াশোনা করার জন্যে এককালীন বৃত্তির ব্যবস্থা করেছেন রণজিৎ কুমার নাগ। তিনি জানিয়েছেন- "বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই বৃত্তি বিগত চার বছর থেকে চলছে। বিগত দিনে দুস্থ-মেধাবী ছাত্রছাত্রীদের বাড়িতে ডেকেই তাদের হাতে এককালীন বৃত্তি তুলে দিতাম, কিন্তু এবছর করোনা মহামারীর দরুন সমস্ত প্রক্রিয়াটিই ডিজিটাল মাধ্যমে করতে হচ্ছে।" 

যোগ্যতাঃ 
মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীকে ৯৫% নম্বর এবং উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীকে ৯২% নম্বর পেতে হবে।

আবেদন পদ্ধতিঃ
আবেদন পত্রে স্থানীয় কোন সরকারি কর্মচারী দ্বারা " দুস্থ ছাত্র/ছাত্রী " এই কথাটি লিখে দিতে হবে।
বর্তমান পরিস্থিতির কারণে,আবেদনপত্রটি সাদা কাগজে পূরণ করা হয়ে গেলে,ছবি তুলে মোবাইলে whatsapp এ (নীচের উল্লেখিত নম্বরে) পাঠাতে হবে।
আবেদনকারীর যদি নিজের বা পরিবারের মোবাইল থেকে WhatsApp করার সুযোগ না থাকে,তবে অন্যের মোবাইল থেকে পাঠানো যেতে পারে।

বৃত্তি প্রদানের পদ্ধতিঃ 
বৃত্তি'র নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাঙ্কের মাধ্যমে পরিবারের কাছে পাঠানো হবে।

আবেদনের শেষ তারিখ:১৫ই আগষ্ট,২০২০

[বিশেষ দ্রষ্টব্য]

রনজিৎ কুমার নাগ(মদন)
নাগ পরিবার,রেলঘুমটী
কোচবিহার
দূরভাষ এবং WhatsApp No ৯৪৭৪১৪৬৮৮১ - এই WP নাম্বারে নিম্নের বিষয়গুলি একটি সাদাকাগজে লিখে ছবি তুলে পাঠাতে হবে। 


আবেদন পত্র
১)আবেদনকারীর নাম:
২)পিতার নাম:
৩)মাতার নাম:
৪)ঠিকানা:
৫)দূরভাষ নং:
৬)শিক্ষা গত যোগ্যতা:
৭)শেষ পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর:
প্রাপ্ত নম্বরের শতকরা হার:
( আবেদনপত্রের সাথে marksheet এর ছবি পাঠানো বাধ্যতামূলক )
৮)অভিভাবকের পেশা:
৯)অভিভাবকের মাসিক আয়:
১০) শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র/ছাত্রীদের জন্য
ক)যে যে বিষয় গুলির পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি:
খ)যে যে বিষয় গুলির পরীক্ষা হয়েছে,তার প্রাপ্ত মোট নম্বর:
শতকরা হার:
১১)বিদ্যালয়ের নাম:
১২)ব্যাঙ্কের পাশ বই যার নামে,তার সাথে আবেদনকারীর সম্পর্ক:


------------------------------- 
অভিভাবকের স্বাক্ষর   
-------------------------------
আবেদনকারীর স্বাক্ষর


আবেদনকারী একজন দুস্থ ছাত্র/ছাত্রী


সরকারি কর্মচারীর স্বাক্ষর ও নাম:
যে অফিসে কর্মরত তার নাম ও দূরভাষ নং:

BANK DETAILS
1)Name of the account holder (capital letter):
2)Account no:
3)Name of the bank:
4)Name of the branch:
5)IFSC no: