পশ্চিমবঙ্গ সরকার, Notification No. 828-For/FR/O/N/18R-02/2018 dated 22.07.2020 অনুযায়ী, একদম চুক্তির ভিত্তিতে "বন সহায়ক" বিভাগে 2,000 পদে নিয়োগ করতে চলেছে। 


পোস্ট: বন সহায়ক
শূন্যপদ: 2,000
যোগ্যতা: আবেদনকারীদের স্বীকৃত স্কুল থেকে কমপক্ষে ৮ ম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


অন্যান্য শর্তাদি:
কাজের মেয়াদ: প্রাথমিকভাবে এক বছরের জন্য থাকবে। পরবর্তিতে যেখানে নিযুক্ত থাকবেন সেখানে প্রধানের সুপারিশের ভিত্তিতে বার্ষিক ভিত্তিতে নিযুক্ত থাকা অব্যাহত থাকতে পারে।


পারিশ্রমিক: মাসে 10,000 টাকা (দশ হাজার টাকা)



পোস্টিং: যদিও নির্বাচিত প্রার্থীদের রাজ্যের যে কোনও জায়গায় কাজ করার জন্য বলা হতে পারে, তবে নির্বাচিত প্রার্থীদের সাধারণভাবে একই জেলাতে তাদের বাসস্থান হিসাবে বা একই প্রশাসনিক বিভাগের নিকটবর্তী জেলাগুলিতে পোস্ট করা হতে পারে।

বিস্তারিত জানতে  Notification Download   করুন। 

আবেদন পত্র DOWNLOAD